Pronoun reference সম্পর্কে জানার আগে আমাদের Pronoun সম্পর্কে জানতে হবে। নিচে Pronoun সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো।

Noun বা Noun জাতীয় শব্দের পরিবর্তে Pronoun ব্যবহৃত হয়।

Classification of Pronoun

  • 1. Personal Pronoun( I, we, you, he, she, it, they, me, us, him, her. Them)
  • 2. Demonstrative Pronoun(This, that, such, these, those)
  • 3. Distribution Pronoun(Each, every, either, neither)
  • 4. Indefinite Pronoun(One, some, any, none, both, many)
  • 5. Relative Pronoun(Who, which, what, whom, whose, that, but, the same...as, such. As)
  • 6. Interrogative Pronoun(Who, which, what, whose, whom)
  • 7. Reflexive/Emphatic Pronoun(Myself, himself, herself, yourself, yourselves, themselves)
  • 8. Reciprocal Pronoun(Each other, one another)
  • 1. Personal Pronoun: যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুুর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে Personal Pronoun বলে। Example: He, She, They etc.
  • 2. Demonstrative Pronoun: যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুুর পরিবর্তে বসে উহাকে বিশেষভাবে নির্দেশ করে সে Pronoun কে Demonstrative Pronoun বলে।
  • Example:

  • 1. This is my book.
  • 2. These are my pens.
  • উপরের Sentence গুলিতে This, these Pronoun গুলি কতিপয় Noun (book, pens) এর পরিবর্তে বসে তাদেরকে নির্দেশ করছে। সুতরাং ইহা Demonstrative Pronoun.

    3. Distribution Pronoun: যে Pronoun দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে প্রকাশ করে তাকে Distribution Pronoun বল।

    Example:

  • 1. Each of the boys will get a pen.
  • 2. Either of the two pens will do.
  • 3. Neither of the two pens is good.
  • 4. Everyone of them is present.
  • এখানে Each অনেকের মধ্যে প্রত্যেককে, Either ও Neither দুটির মধ্যে প্রত্যেকটিকে এবং Everyone বহুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে বুঝানো হয়েছে। তাই তারা Distribution Pronoun।

    Note: Distribution Pronoun এর পরে Verb Singular হয় এবং ইহার সংগে সম্পর্কযুক্ত Noun বা Pronoun Singular হয়।

    4. Indefinite Pronoun: কোন বিশেষ ব্যক্তি বা বস্তুুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুুকে বুঝতে যে Pronoun ব্যবহৃত হয় তাকে Indefinite Pronoun বলে।

    Example:

  • 1. Some are born genius.
  • 2. None of them helped him.
  • 5. Relative Pronoun: Pronoun পূর্বে উল্লেখিত কোন Noun এর পরে বসে তার সহিত সম্পর্ক স্থাপন করে এবং সে সংগে দুটি Sentence কে যুক্ত করে তাকে Relative Pronoun বলে।

    Example:

  • 1. I saw the fisherman who was catching fish.
  • 2. This is the house Which I want to buy.
  • 6. Interrogative Pronoun: যে Pronoun কোন প্রশ্ন জিজ্ঞেস করতে ব্যবহৃত হয় তাকে Interrogative Pronoun বলে।

    Example:

  • 1. What do you want?
  • 2. Who did the work?
  • 3. Whose is this pen?
  • 7. Reflexive Pronoun: Personal Pronoun এর সংগে self or selves যুক্ত হয়ে কোন Pronoun যখন Object এর স্থান গ্রহণ করে এবং পশ্চাতে ফিরে পুনরায় Subject কে নির্দেশ করে তাকে Reflexive Pronoun বল।

    Example:

  • 1. He killed himself.
  • 2. She fanned herself.
  • 8. Reciprocal Pronoun: যে Pronoun দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পর বুঝায় তাকে Reciprocal Pronoun: বলে।

    Example:

  • 1. The two brothers help each other.
  • 2. They love one another.
  • Pronoun Reference

    What is the Pronoun reference?

    Sentence- এ ব্যবহৃত Noun Substitute বা Pronoun গুলাে সঠিকভাবে Antecedent / Noun অনুযায়ী ব্যবহার করার প্রক্রিয়াই Pronoun Reference হিসেবে পরিচিত। Sentence- এ যখন একাধিক Noun বা Noun phrase থাকে তখন যে Noun- টির পরিবর্তে Pronoun ব্যবহৃত হবে তা সঠিকভাবে চিহ্নিত করে উপযুক্ত Pronoun ব্যবহার করতে হয়। আবার সব সময় যে Noun- টির পরিবর্তে Pronoun ব্যবহৃত হবে এমনটিও নয়। যদি কোনাে Pronoun দ্বারা উক্ত Noun কে স্পষ্টভাবে (clear) নির্দেশ করা সম্ভব না হয় তাহলে সে Noun- টির পুনরাবৃত্তি (Repeat) করতে হবে ।

    মনে রাখতে হবে , পূর্ববর্তী বাক্যের যে Noun বা Noun Phrase অনুযায়ী পরবর্তীতে Pronoun / Noun ব্যবহার করা হয় সে Noun বা Noun Phrase- কে বলা হয় Antecedent । অর্থাৎ Antecedent অনুযায়ী Pronoun ব্যবহার করা হয়। নিচের উদাহরণটি লক্ষ করুন:

    Example:

  • 1. Rahim is a good student. He goes to school every day.
  • উপরের Sentence এ He দ্বারা Rahim- কে নির্দেশ করা হয়েছে এবং তা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে । তাই এ বাক্যে pronoun ( He ) - টির যথার্থ ব্যবহার করা হয়েছে। এখানে Antecedent হচ্ছে Rahim।

    আবার লক্ষ করুন: Rahim and Karim are friends. He is a good boy. But he is a bad boy.

    উপরে Sentence- এ Pronoun (He , he) ব্যবহৃত হয়েছে ঠিকই কিন্তু এগুলাে দ্বারা কে (Antecedent) good আর কে (Antecedent) bad তা স্পষ্ট (clear) নয় , অস্পষ্ট (unclear)। তাই এখানে Pronoun- এর ব্যবহার সঠিক হয়নি। এক্ষেত্রে লিখতে হবে:

  • 1. Rahim and Karim are friends. Rahim is a good boy. But Karim is a bad boy.
  • 2. Or Rahim and Karim are friends. Rahim is a good boy. But the other is a bad boy.
  • সুতরাং Sentence- এ pronoun- এর এ জাতীয় ব্যবহারই Pronoun reference হিসেবে পরিচিত।

    Some Points of Antecedent Pronoun ও Antecedent অঙ্গাঙ্গিভাবে জড়িত। Antecedent ছাড়া কোনাে Pronoun যেমন ব্যবহার করা যায় না তেমনি unclear / faulty pronoun reference- এর ক্ষেত্রে Antecedent অনুযায়ী একটা সুস্পষ্ট ও সঠিক Pronoun বসানাে একান্ত প্রয়ােজন । এ উদ্দেশ্যে Antecedent- এর নিম্নলিখিত ব্যবহারগুলাে জানা অজব জরুরি। Antecedent সৰসময় Relative pronoun- এর পূর্বে ব্যবহৃত হয়।

    Example:

  • 1. I know the man who came yesterday.
  • 2. This is the place where I live in Dhaka.
  • Antecedent এর Number, Person ও Gender অনুযায়ী Relative Pronoun এর Number, Person and Gender নির্ধারিত হয় । Singular Antecedent সবসময় Singular verb এবং Plural antecedent সবসময় Plural verb গ্রহণ করে ।

    Example:

  • 1. Do you know the boys who are playing in the field?
  • 2. It is you who have got A +.
  • Relative Pronoun- এর Antecedent হিসেবে They- এর পরিবর্তে Those ব্যবহৃত হয়.

    Example:

  • 1. Those who came here yesterday are my friends.
  • 2. Those who are industrious can shine in life.
  • I/Me/My/Mine/Myself

    বক্তা বা লেখক তার নিজেকে বোঝানোর জন্য Subject হিসেবে I, Object হিসেবে me, Possessive হিসেবে my/mine, Reflexive হিসেবে myself ব্যবহৃত হয়।

    Example:

  • 1. I think he is honest. (Subject)
  • 2. Don't disturb me. (Object)
  • 3. This is my book. (Possessive)
  • 4. This pen is mine. (Possessive)
  • 5. I help myself. (Reflexive)
  • We / Us / Our / Ours / Ourselves

    বক্তা বা শ্রোতা তার নিজেকেসহ অন্যদেরকে বোঝানোর জন্য Subject হিসেবে We, object হিসেবে Us, Possessive হিসেবে Our/Ours, Reflexive হিসেবে Ourselves ব্যবহৃত হয়।

    Example:

  • 1. We have moved to England. (Subject )
  • 2. We will take the dog with us. (Object)
  • 3. Our staple food is rice. (possessive)
  • 4. Their house is very similar to ours. ( Possessive )
  • 5. We shouldn't blame ourselves for what happened. (Reflexive)
  • সাধারণভাবে লােকজনকে বােঝানোর জন্যও we ব্যবহৃত হয় ।

    Example:

  • 1. We should take care of our historic buildings. ( People in general )
  • 2. We live on a complex planet. (People in general)
  • You/Your/Yours /Yourself

    শ্রোতা বা শ্রোতার group বা দলকে বােঝানাের জন্য subject ও object হিসেবে you , possessive হিসেবে your বা yours এবং reflexive pronoun হিসেবে yourself / yourselves ব্যবহৃত হয় ।

    Example:

  • 1. You are a good girl. (Subject )
  • 2. I think she told you the matter. (Object)
  • 3. This is your pen. (Possessive)
  • 4. This pen is yours. (Possessive)
  • 5. You have done the mistake yourself. (Reflexive)