Subscribe Us

Latest

Rules of Pronoun Reference

Pronoun reference সম্পর্কে জানার আগে আমাদের Pronoun সম্পর্কে জানতে হবে। নিচে Pronoun সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো।

Noun বা Noun জাতীয় শব্দের পরিবর্তে Pronoun ব্যবহৃত হয়।

Classification of Pronoun

  • 1. Personal Pronoun( I, we, you, he, she, it, they, me, us, him, her. Them)
  • 2. Demonstrative Pronoun(This, that, such, these, those)
  • 3. Distribution Pronoun(Each, every, either, neither)
  • 4. Indefinite Pronoun(One, some, any, none, both, many)
  • 5. Relative Pronoun(Who, which, what, whom, whose, that, but, the same...as, such. As)
  • 6. Interrogative Pronoun(Who, which, what, whose, whom)
  • 7. Reflexive/Emphatic Pronoun(Myself, himself, herself, yourself, yourselves, themselves)
  • 8. Reciprocal Pronoun(Each other, one another)
  • 1. Personal Pronoun: যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুুর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে Personal Pronoun বলে। Example: He, She, They etc.
  • 2. Demonstrative Pronoun: যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুুর পরিবর্তে বসে উহাকে বিশেষভাবে নির্দেশ করে সে Pronoun কে Demonstrative Pronoun বলে।
  • Example:

  • 1. This is my book.
  • 2. These are my pens.
  • উপরের Sentence গুলিতে This, these Pronoun গুলি কতিপয় Noun (book, pens) এর পরিবর্তে বসে তাদেরকে নির্দেশ করছে। সুতরাং ইহা Demonstrative Pronoun.

    3. Distribution Pronoun: যে Pronoun দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে প্রকাশ করে তাকে Distribution Pronoun বল।

    Example:

  • 1. Each of the boys will get a pen.
  • 2. Either of the two pens will do.
  • 3. Neither of the two pens is good.
  • 4. Everyone of them is present.
  • এখানে Each অনেকের মধ্যে প্রত্যেককে, Either ও Neither দুটির মধ্যে প্রত্যেকটিকে এবং Everyone বহুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে বুঝানো হয়েছে। তাই তারা Distribution Pronoun।

    Note: Distribution Pronoun এর পরে Verb Singular হয় এবং ইহার সংগে সম্পর্কযুক্ত Noun বা Pronoun Singular হয়।

    4. Indefinite Pronoun: কোন বিশেষ ব্যক্তি বা বস্তুুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুুকে বুঝতে যে Pronoun ব্যবহৃত হয় তাকে Indefinite Pronoun বলে।

    Example:

  • 1. Some are born genius.
  • 2. None of them helped him.
  • 5. Relative Pronoun: Pronoun পূর্বে উল্লেখিত কোন Noun এর পরে বসে তার সহিত সম্পর্ক স্থাপন করে এবং সে সংগে দুটি Sentence কে যুক্ত করে তাকে Relative Pronoun বলে।

    Example:

  • 1. I saw the fisherman who was catching fish.
  • 2. This is the house Which I want to buy.
  • 6. Interrogative Pronoun: যে Pronoun কোন প্রশ্ন জিজ্ঞেস করতে ব্যবহৃত হয় তাকে Interrogative Pronoun বলে।

    Example:

  • 1. What do you want?
  • 2. Who did the work?
  • 3. Whose is this pen?
  • 7. Reflexive Pronoun: Personal Pronoun এর সংগে self or selves যুক্ত হয়ে কোন Pronoun যখন Object এর স্থান গ্রহণ করে এবং পশ্চাতে ফিরে পুনরায় Subject কে নির্দেশ করে তাকে Reflexive Pronoun বল।

    Example:

  • 1. He killed himself.
  • 2. She fanned herself.
  • 8. Reciprocal Pronoun: যে Pronoun দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পর বুঝায় তাকে Reciprocal Pronoun: বলে।

    Example:

  • 1. The two brothers help each other.
  • 2. They love one another.
  • Pronoun Reference

    What is the Pronoun reference?

    Sentence- এ ব্যবহৃত Noun Substitute বা Pronoun গুলাে সঠিকভাবে Antecedent / Noun অনুযায়ী ব্যবহার করার প্রক্রিয়াই Pronoun Reference হিসেবে পরিচিত। Sentence- এ যখন একাধিক Noun বা Noun phrase থাকে তখন যে Noun- টির পরিবর্তে Pronoun ব্যবহৃত হবে তা সঠিকভাবে চিহ্নিত করে উপযুক্ত Pronoun ব্যবহার করতে হয়। আবার সব সময় যে Noun- টির পরিবর্তে Pronoun ব্যবহৃত হবে এমনটিও নয়। যদি কোনাে Pronoun দ্বারা উক্ত Noun কে স্পষ্টভাবে (clear) নির্দেশ করা সম্ভব না হয় তাহলে সে Noun- টির পুনরাবৃত্তি (Repeat) করতে হবে ।

    মনে রাখতে হবে , পূর্ববর্তী বাক্যের যে Noun বা Noun Phrase অনুযায়ী পরবর্তীতে Pronoun / Noun ব্যবহার করা হয় সে Noun বা Noun Phrase- কে বলা হয় Antecedent । অর্থাৎ Antecedent অনুযায়ী Pronoun ব্যবহার করা হয়। নিচের উদাহরণটি লক্ষ করুন:

    Example:

  • 1. Rahim is a good student. He goes to school every day.
  • উপরের Sentence এ He দ্বারা Rahim- কে নির্দেশ করা হয়েছে এবং তা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে । তাই এ বাক্যে pronoun ( He ) - টির যথার্থ ব্যবহার করা হয়েছে। এখানে Antecedent হচ্ছে Rahim।

    আবার লক্ষ করুন: Rahim and Karim are friends. He is a good boy. But he is a bad boy.

    উপরে Sentence- এ Pronoun (He , he) ব্যবহৃত হয়েছে ঠিকই কিন্তু এগুলাে দ্বারা কে (Antecedent) good আর কে (Antecedent) bad তা স্পষ্ট (clear) নয় , অস্পষ্ট (unclear)। তাই এখানে Pronoun- এর ব্যবহার সঠিক হয়নি। এক্ষেত্রে লিখতে হবে:

  • 1. Rahim and Karim are friends. Rahim is a good boy. But Karim is a bad boy.
  • 2. Or Rahim and Karim are friends. Rahim is a good boy. But the other is a bad boy.
  • সুতরাং Sentence- এ pronoun- এর এ জাতীয় ব্যবহারই Pronoun reference হিসেবে পরিচিত।

    Some Points of Antecedent Pronoun ও Antecedent অঙ্গাঙ্গিভাবে জড়িত। Antecedent ছাড়া কোনাে Pronoun যেমন ব্যবহার করা যায় না তেমনি unclear / faulty pronoun reference- এর ক্ষেত্রে Antecedent অনুযায়ী একটা সুস্পষ্ট ও সঠিক Pronoun বসানাে একান্ত প্রয়ােজন । এ উদ্দেশ্যে Antecedent- এর নিম্নলিখিত ব্যবহারগুলাে জানা অজব জরুরি। Antecedent সৰসময় Relative pronoun- এর পূর্বে ব্যবহৃত হয়।

    Example:

  • 1. I know the man who came yesterday.
  • 2. This is the place where I live in Dhaka.
  • Antecedent এর Number, Person ও Gender অনুযায়ী Relative Pronoun এর Number, Person and Gender নির্ধারিত হয় । Singular Antecedent সবসময় Singular verb এবং Plural antecedent সবসময় Plural verb গ্রহণ করে ।

    Example:

  • 1. Do you know the boys who are playing in the field?
  • 2. It is you who have got A +.
  • Relative Pronoun- এর Antecedent হিসেবে They- এর পরিবর্তে Those ব্যবহৃত হয়.

    Example:

  • 1. Those who came here yesterday are my friends.
  • 2. Those who are industrious can shine in life.
  • I/Me/My/Mine/Myself

    বক্তা বা লেখক তার নিজেকে বোঝানোর জন্য Subject হিসেবে I, Object হিসেবে me, Possessive হিসেবে my/mine, Reflexive হিসেবে myself ব্যবহৃত হয়।

    Example:

  • 1. I think he is honest. (Subject)
  • 2. Don't disturb me. (Object)
  • 3. This is my book. (Possessive)
  • 4. This pen is mine. (Possessive)
  • 5. I help myself. (Reflexive)
  • We / Us / Our / Ours / Ourselves

    বক্তা বা শ্রোতা তার নিজেকেসহ অন্যদেরকে বোঝানোর জন্য Subject হিসেবে We, object হিসেবে Us, Possessive হিসেবে Our/Ours, Reflexive হিসেবে Ourselves ব্যবহৃত হয়।

    Example:

  • 1. We have moved to England. (Subject )
  • 2. We will take the dog with us. (Object)
  • 3. Our staple food is rice. (possessive)
  • 4. Their house is very similar to ours. ( Possessive )
  • 5. We shouldn't blame ourselves for what happened. (Reflexive)
  • সাধারণভাবে লােকজনকে বােঝানোর জন্যও we ব্যবহৃত হয় ।

    Example:

  • 1. We should take care of our historic buildings. ( People in general )
  • 2. We live on a complex planet. (People in general)
  • You/Your/Yours /Yourself

    শ্রোতা বা শ্রোতার group বা দলকে বােঝানাের জন্য subject ও object হিসেবে you , possessive হিসেবে your বা yours এবং reflexive pronoun হিসেবে yourself / yourselves ব্যবহৃত হয় ।

    Example:

  • 1. You are a good girl. (Subject )
  • 2. I think she told you the matter. (Object)
  • 3. This is your pen. (Possessive)
  • 4. This pen is yours. (Possessive)
  • 5. You have done the mistake yourself. (Reflexive)
  • Post a Comment

    0 Comments